- সিলেট-চারখাই-শেওলা-সুতারকান্দি সড়ক ও ওসমানী বিমানবন্দর সড়কের লাক্কাতুরা হতে বিমানবন্দর অংশ ৪-লেনে উন্নীতকরণ, মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক (এন-২০৮) এবং কোম্পানীগঞ্জ-ছাতক সড়কে উন্নয়নের জন্য বর্তমানেডিপিপি প্রস্তুত প্রক্রিয়াধীন রয়েছে। আগামীতে (১) মৌলভীবাজার শহর বাইপাস সড়ক, (২) কুলাউড়া শহর বাইপাস সড়ক (৩) শ্রীমঙ্গল শহর বাইপাস সড়ক (৪) জুড়ী-(ক্লীবডন)-কুলাউড়া (গাজীপুর) (জেড-২৮২৪) জেলা মহসড়কটি যথাযথ মান প্রশস্থতায় উন্নীতকরণের পরিকল্পনা রয়েছে। তাছাড়া মনু নদীর উপর ২য় মনু সেতু এবং সম্প্রতি এলজিইড হতে হস্থান্তরিত মৌলভীবাজার (রাজনগর)-বালাগঞ্জ সড়কে কুশিয়ারা নদীর উপর ০১ (এক)টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সকল শ্রেণীর মহাসড়ক ৮৫ শতাংশ গুড টু ফেয়ার (Good to Fair condition) অবস্থায় উন্নীতকরণের যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে- এর সাথে সামঞ্জস্য রেখে অত্র দপ্তর সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের পরিকল্পনা গ্রহণ করেছে। জাতীয় মহাসড়কের উন্নয়ন এবং প্রতিবেশী দেশসমূহের সাথে আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্যমান দুই লেন সড়ককে ন্যূনতম চার লেনে উন্নীতকরণের পরিকল্পনা রয়েছে । হবিগঞ্জ জেলা সদরের সাথে আজমিরীগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুত মদনপুর-দিরাই-শাল্লা-আজমিরীগঞ্জ-হবিগঞ্জ সড়কের শাল্লা-জলসুখা অংশ নির্মাণ প্রকল্পের আওতায় অচিরেই সুনামগঞ্জের এর সাথে হবিগঞ্জের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এছাড়াও পর্যায়ক্রমে অত্র সার্কেলাধীন সকল ঝুঁকিপূর্ণ বেইলী সেতুসমূহ কংক্রিট সেতু দ্বারা প্রতিস্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়াও আঞ্চলিক মহাসড়কগুলোকে পর্যায়ক্রমে যথাযথমানে উন্নীতকরণসহ বিভিন্ন ইন্টারসেকশন, বাজার, লেভেলক্রসিংসহ গুরুত্বপূর্ণ অংশসমূহে রিজিড পেভমেন্ট ও প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা অত্র দপ্তরের রয়েছে। দপ্তরের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা আছে। আগামী ১০ বছরের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ৫০% এবং সড়ক দূর্ঘটনার হার ৩০% হ্রাস করার লক্ষ্যে বিভিন্ন ব্ল্যাকস্পট অপসারণের পরিকল্পনা অত্র দপ্তরের আছে।
এছাড়াও সুষ্ঠু, নিরাপদ ও নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যেই অনুমোদিত ‘‘সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরিগঞ্জ-হবিগঞ্জ মহাসড়কের শাল্লা-জলসুখা সড়কাংশ নির্মাণ প্রকল্পের কাজ চলমান আছে এবং দিরাই-শাল্লা সড়কাংশে নির্মানের প্রকল্প প্রণয়ন প্রক্রিয়াধীন আছে। তাছাড়াও পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, অত্র সড়ক বিভাগের অধীন জেলা সড়ক সমূহের প্রশস্থতা বৃদ্ধিসহ সড়ক উন্নয়ন, দেয়ারাবাজার সুরমানদীর উপর সেতু নির্মান, বিভিন্ন সড়কে বিদ্যমান বেইলী এবং জরাজীর্ণ সেতুর স্থলে নতুন সেতু নির্মাণ প্রকল্পের ডিপিপি প্রস্তুত প্রক্রিয়াধীন আছে।আগামী ১০ (দশ) বৎসরের মধ্যে সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হবে এবং জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।